নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্নয়ন উড়ছে,বাড়ছে
দাম-নিত্যপণ্যের
কমছে-সুদের হার
সঞ্চয়পত্রের।
আমরা হয়তো পাল্লা দিচ্ছি উন্নয়নের গতির সাথে,
বাড়ছে রিজার্ভ-বাংলাদেশ ব্যাংকের,বাড়ছে ঘুষ
আর দুর্নীতি তাই আমার স্বপ্নে আসে -রুপপুরের বালিশ।
উন্নয়ন উড়ছে।বাড়ছে-
অসাধু আমলা
আর সাম্প্রদায়িকতা।
বাড়ছে বয়স-একদলীয় শাসন ব্যবস্থার
মাঠে আর নেই-রাজনৈতিক কামলা
সবাই এখন নেতা।
আমরা হয়তো পাল্লা দিচ্ছি উন্নয়নের গতির সাথে
মুক্তিযুদ্ধকে বেচে দিয়ে আর মহান নেতার আদশর্কে নিলামে তুলে
উন্নয়ন উড়ছে।উড়ছে পঙ্গপাল বাংলার নীল আকাশে।
রুহীগাঁও
০৫/১০/২০২১
০৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: শুধু কি কবিতা লিখেন, না অন্যের পোষ্ট পড়েন? মন্তব্য করেন?
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো লিখেছেন।