নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এক)
গানের আসরে তুমি এক বোবা শিল্পী
তাই নীরব বীণা হাতে বসে থাকো
সকলের মাঝে।
গানের এই আসরে বধির বুঝি-সকলে
তাই নেই কোন হাততালি
শিল্পীর গানের শেষে।
(দুই)
কবে শেষ হবে এই পথ চলা
কবে পাব তোমাকে আপন করে
ওই যে বাতাস বয়ে আনে অজানা বারতা
আমি হয়তো খুব বোকা তাই পারিনা বুঝতে
তোমার ইশারা।
যাত্রা শেষে ক্লান্ত যদি হই
দিও ঠাাঁই
তোমার চরণ তলে।
(তিন)
কেন আস নাই উৎসবে
কেন জ্বেলেছিলে আগুন,-ঘৃণা ভরে?
যদি পার,তবে ভালোবেসো
দেখবে, আপনি ফুটিছে ফুল বাগানে
লেগেছে রঙ বৃক্ষের শাখে।
ঘৃণার আগুন জ্বালিয়োনা আপন হৃদয় মাঝে।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২৭
সুদীপ কুমার বলেছেন: আপনার এই মন্তব্যটি আমার দারুণ লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: আপনার সব কবিতাই প্রায় একই রকম। এক ঘেয়েমি এসে গেছে আমার।