নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যে প্রতিবাদ, ভাষার জন্যে
মুষ্ঠিবদ্ধ হাত আর দৃপ্ত কন্ঠ,-উচ্চারিত হলো
“মাতৃভাষা বাংলা চাই”।
প্রথম যে আবেগ আর উল্লাস,-আমাদের স্বাধীনতা
“তুমি কে
আমি কে
বাঙালী
বাঙালী”।
মেঘনায় দিনে দিনে অনেক জল গড়ালো
রক্তস্নাত হলো আগষ্টের রাত
বছরগুলি গড়িয়ে গড়িয়ে পার করলো
অভিশপ্ত বাইশ বছর।
এখন আমার নিউরনে ক্রিড়ার উল্লাস
এখন আমি আর মানুষ নই
এখন আমি আর বাঙালী নই
আমি নেশাগ্রস্ত-
সাম্প্রদায়িক বিষ বইছে আমার প্রতিটি নিউরনে।
আমি বীজ বপন করি,-ষড়যন্ত্রের
আমার বাগানে বিষ বৃক্ষে ভরা
-পাখি নেই
-গান নেই
-ফল নেই
-আশা নেই।
অবশ্য সত্যিকারের বাংলাদেশ
এমন ছিলনা।
যারা লুকিয়ে আছে নিরাশার গুহায়
তাদের জন্যে এনে দিও ভদকা
সামাণ্য নেশাগ্রস্ত হোক তারা,ক্ষতি তো নেই
যৌন সঙ্গমের মত ক্ষণস্থায়ী আনন্দে মেতে থাক তারা সকলে।
তবে কিছু মানুষের হাতে অস্ত্র আছে
যা দিয়ে বুলেট নয়
কালি ঝরছে,-কবিতা হয়ে।
সে এক কঠিন দায়
মাতৃভূমির তরে
যুদ্ধের ময়দানে নয়,তারা লড়ে আড়াল হতে।
লড়ে যাবার কারণ?
দেশটাতো কারও একার নয়
সকলের।
রুহীগাঁও
২৫/১০/২০২১
২| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন আমি আর বাঙ্গালী নই,আমি এখন মুসলমান।
আগে আপনি মানুষ। তারপর মুসলমান। আপনি তো মানুষ হয়েই দুনিয়ায় এসেছেন। পরে বাবা মায়ের কাছ থেকে ধর্ম পেয়েছেন।
৩| ২৬ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ রাজীব নুর,হাদিস কোরান থেকে দেখাবো , মুসলমানের ছেলে মেয়ে মুসলমান হয়েই জন্ম গ্রহন করে।মানুষ বা অমানুষ হয় পরে।
৪| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৫
অক্পটে বলেছেন: এই কবিতাটিকে মুসলমানের নাম উল্লেখ নেই আবার হিন্দুর নামও নেই। কিন্তু নূরুল ইসলাম আগ বাড়িয়ে একটা কাস্টকে ইন্ডিকেট করলেন সব সময় তিনি এমন করেন। ভাল খারাপ সব ধর্মেই আছে। হিন্দুরা কি কম অত্যাচার করে বরং মুসলমানের চেয়ে বেশিই করে।
আগুনে ঘি না ঢেলে বরং কিভাবে মানবিক হওয়া যায় তা করা যেতে পারে একদিনে হবেনা একজনে হবেনা তবে চেষ্টা বিফল হয়না। ধর্ম একটা বিলাস। ধর্মে শান্তি নেই এটা এখন দিবালোকের মতো পরিস্কার। ধর্মে কি আছে হানাহানি ছাড়া। একটা অহেতুক ধর্মবোধ আমাদের ঘাড়ে চেপে বসেছে যেটা কিছু মানব সন্তানকে বিশ্রি রকমের অমানবিক করে তোলে।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন আমি আর বাঙ্গালী নই,আমি এখন মুসলমান।