নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ লিপি

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৯

আমি হয়তো পাথর নই
তবে বলতে পার অনেকটা বৃক্ষের মত
ঠায় দাঁড়িয়ে থাকি সীমাহীন দিগন্তের মাঝে,-নীরবে
তবে বাতাসে আলোড়িত হই,-আবেগে।

আমি হয়তো সুশীল নই
তাই ভয়ংকর সময় মাঝে পারিনা আড়ালে লুকিয়ে রাখতে,-নিজেকে
তাই হয়তো প্রতিবাদ করি,-শকুন আর হায়েনাদের বিপক্ষে
দৃপ্তকন্ঠে বলি-
থাম।
অনেক হয়েছে
তোমরা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়েছো পৈশাচিক উল্লাসে
-২০১৩ সালে
আর ২০২১ সালে-
ধর্মের নামে লুটপাট করছো
নিরীহ বাঙালীর ঘরে ঘরে।

১৭/১০/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৩৮

কামাল১৮ বলেছেন: চরম সত্যি কথা।সেই যে বিপদগামী হয়েছে আর ঠিক হলো না।জন্মই ছিল ভুল,মিথ্যার উপর।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।লেখাটি পড়বার জন্যে।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: ভাববার বিষয় হলো, আমাদের পূর্ব-পূরুষরাও ধর্মকে আশ্রয় করে দেশ ভাগ করে পাকিস্তানের অংশ হয়েছে। ওদের কাছে অপমানিত অপদস্ত হয়েও পূর্ব পাকিস্তানীরা যেটা শেখেনি সেটা হলো নিজের দেশের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ (ধর্ম, গোত্র, ভাষা, গায়ের রং, জাত-পাত ইত্যাদির ভিত্তিতে) বা অন্যায় না করা। স্বাধীন হওয়ার পর থেকে ধীরে ধীরে বাংলাদেশীদের মধ্যে আবার সাম্প্রদায়িক মন-মানসিকতা খুব মাথা চাঁড়া দিয়ে উঠেছে, আর সেটা বিগত কয়েক দশকে প্রকট আকার ধারন করেছে। বিষয়গুলো রীতিমত আতঙ্কজনক পর্যায়ের। জনসাধারনকে এ ব্যাপারে আরো বেশী সচেতন করা জরুরী।

পারস্পারিক শ্রদ্ধাবোধ আর সহনশীলতা না থাকলে একই পরিবারের অন্য মানুষগুলোর সাথেও বসবাসের অনুপোযোগী হয়ে যায়, সেখানে দেশতো আরো অনেক বড় ব্যাপার। ধর্মের নামে এই অন্যায়-অত্যাচার, জুলুম আর লুটপাটের প্রতিবাদ জানাই। শুধু জানবে এই প্রতিবাদে আপনি একা নন, আপনার সাথে আমি আর আমার মতো অনেকেই আছে। দেশটা আমার আপনার আমাদের সকলের। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৯

সুদীপ কুমার বলেছেন: দেশটা আমার আপনার আমাদের সকলের। ধন্যবাদ।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্ম বলে না। অথচ তথাকথিত অজ্ঞ ধার্মিক নামধারীরা তা করে থাকেন । করে দেশকে অস্থিথিশীল করে থাকেন ।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.