নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে গিয়েছে সে।আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে।
তবু সময় দৌড়িয়ে চলে।তবুও নদীর বুকে ঢেউ উঠে।
আমার ব্যক্তিগত জানালায় প্রতিবেশীদের উৎচ্ছুক উঁকি-ঝুঁকি টের পাওয়া যায়।
তাদের অতিমাত্রার আগ্রহ আমাকে যন্ত্রণায় ফেলে
চলে গিয়েছে সে।আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে।
তবুও আমি জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করি।
আয়নায় দাঁড়িয়ে নিজেকে সাজাই মনের মত করে।
জ্যোৎ্স্না কিংম্বা আয়না কেউ আমাকে বিরক্ত করতে আসেনা।
রুহীগাঁও
০৩/১০/২০২১
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ২:৪৯
চাঁদগাজী বলেছেন:
জ্যোৎস্না আলো দিয়ে যাবে, আয়নার কারো প্রতিবিম্ব পড়বে।