নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিতার আগুন জ্বলে উঠে
আর হাসি মুখে
তিনি ফিরে আসেন আমার কাছে-
পিতারুপে-
বন্ধুরুপে-
শিক্ষকের বেশে।
তার সাথে কথা বলি
তিনিও কথা বলেন
কথা বলেন,-বাতাস হয়ে
লাল দিঘির জলের ঢেউ হয়ে
জয়কালিবাড়ি মন্দিরের ঘন্টাধ্বনি হয়ে
দেয়ালে টাঙ্গানো ছবি হয়ে
স্মৃতি হয়ে।
আমি ছাইভস্ম স্পর্শ করি
স্পর্শ করি তার দু’চরণ।
(শিক্ষাগুরু আপনার উদ্দেশ্যে।)
০৯/০৮/২০২১
১২ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+