নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে, তোমার ব্যকুলতা
সন্ধ্যা হতেই পথ চাওয়া
“কোথায় ছিলে?বড্ড দেরী করলে আজ”!
কথার ঝর্ণায়
ঝরে বুঝি মিষ্টি মধুর ভালোবাসা।
জানো?-সারাটা দিন যেন বন্দী প্রহর
কেমনে কাটাই
বলবো কি আর?
মনটা আমার ব্যকুল খাঁচায়
বসে শুধু ডানা ঝাপটায়।
এই যে চাওয়া
আর আকুলতা,
মধুর সময়
বইছে বুঝি,যেমন করে
বয়ে যায়
ওই নদীটি সাগর মুখে।
রুহীগাঁও
০৮/০৮/২০২১
©somewhere in net ltd.