নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের না আছে ভয় না আছে ডর
আমরা শিশুও নই
তাই মুখে মাস্ক নেই
চায়ের দোকান ফাঁকা নেই।
ব্যর্থ লকডাউনের রঙিন শরীরে
করোনার প্রকোপ বাড়ে লাফিয়ে।
আমরা শিশু নই, কিন্তু লালন করি
অন্ধ ধর্মীয় বিশ্বাস-সর্বশক্তিমান যিনি তিনি রক্ষাকর্তা
তবু করোনার প্রকোপ বাড়ে লাফিয়ে।
এখন অনেক আবেগী গল্প ঘুরছে চারপাশে
অনেক খবর বিক্রি হয় সংবাদ মাধ্যমের পাতায়
মানুষ তা গিলছে, যেন ভয়ংকর এক ক্ষুধার জ্বালা বয়ে নিচ্ছে সে
তবু করোনার প্রকোপ বাড়ে লাফিয়ে।
কোথায় সেই গল্প, যে গল্পে লেখা আছে-
এখন ভীড়ের মধ্যে যেতে নেই।
মাস্ক ছাড়া চলতে নেই।
ধর্মীয় বিশ্বাসের তীব্র কটু গন্ধে আমার বমি এসে যায়
রুহীগাঁও
২৮/০৭/২০২১
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+