নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে নাও,বহুদিন পর তুমি ফিরে এলে আমার কাছে,তখন?
আমি ছিলেম স্বামীর রতি শয্যায়।পরিবর্তনহীন তুমি।
তখন জানালার নীল পর্দা উড়ছে,যেন সহস্র বিজয়ের উন্মাদ ঝান্ডা।
তুমি হাসিমাখা মুখে চেয়ে আছো আমার স্বেদ মাখা শরীরে।
তখন কি তুমি পারবে ভালোবাসতে আগের মত এই আমাকে?
ধরে নাও,আমি ফিরে এসেছি তোমার কাছে
বহু বসন্ত পরে,জোয়ারের শেষে ভাটার টানে
তখনও কি তুমি কাছে টেনে নেবে আমাকে
আর বুকে জড়িয়ে ধরে কানে কানে বলবে,-ভালোবাসি,ভালোবাসি।
কত রতির বাসর উড়ে যায় নিঃশেষ করে আমায়
কত উচ্ছলতার কদর্য অভিনয়ে শেষ হয় দিন,রাত কেটে যায়
তবু কোন এক উদাসদুপুর কিম্বা একান্তসময়
বয়ে আনে তোমাকে স্মৃতিডানায় বেঁধে,-ইচ্ছা করে?
শুধু কষ্ট দিতে?
এ বুঝি দুঃখবিলাস,তুমিও জানতে।
রুহীগাঁও
২৪/০৭/২০২১
২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শামস।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪১
শোভন শামস বলেছেন: লিখে যান, জীবনের কথামালার প্রবাহ কবিতা