নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকে একটি নদী বয়ে চলে দিবানিশি
নদী কোথায়,-সে তো সুনীল আকাশ,উড়ছে বকের সারি।
আশার ভেলায় কাটলো সময়
স্বপ্নতরীর জীবন,-সে তো মধুময়।
খুন হলো কে,খুন হলো কে
বলছে রাতের পাখি।
স্বপ্ন লোকের রাজকন্যা সে
যাকে ভালোবাসি।
সময় চাকায় উড়লো ধুলো,উড়লো ঝরাপাতা
শুধু নদীর বুকে বালির চরে থেমেছিল জীবনমাঝির নৌকা।
রুহীগাঁও
২৩/০৭/২০২১
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:১৫
শোভন শামস বলেছেন: জীবনের কবিতা
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১৫
আমারে স্যার ডাকবা বলেছেন: যতিচিহ্নের ব্যবহার সঠিক হয় নাই।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৬
সুদীপ কুমার বলেছেন: ঠিক আছে।পরবর্তিতে সংশোধিত হবে।ভালোলাগা জানালাম।
৪| ২৪ শে জুলাই, ২০২১ রাত ২:০১
সোনালি কাবিন বলেছেন: শিট। একটু ব্লগে ছিলাম না, আর তাতে একজনের বা*পাক্না কমেন্ট উপভোগ করবার পারলেম না
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৬
সুদীপ কুমার বলেছেন: আমিও মিস করেছি।
৫| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে দুই হাজার সালের পর থেকে লেখাপড়ার মান কমে গেছে। ঠিক তেমনি দুই হাজার সালের পর থেকে কাউকে ''সেই রকম'' কবিতা লিখতে দেখি নি।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:১৭
সুদীপ কুমার বলেছেন: কথা সত্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+