নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহলে!চলো ফিরে যাই,যেখানে বসে আছে
সেই সব নিরবতা,তোমারই অপেক্ষায়।তারা বুঝি চায় খুন হতে।
চলো তবে ফিরে যাই সময়ের
সরব বাগানে।যেখানে দিনের আলো ঢলে পরে
সন্ধ্যার পেতে রাখা মায়াবী হাতে আর নক্ষত্রের শাড়ি বুনা হয়
স্বপ্ন সুতোয়।চলো তবে যাই দু’জনে।
চলো তবে ফিরে যাই নদীর পারে, যেখানে
আষাঢ়-শ্রাবণে প্রেমের পত্র হাতে ছুটে চলে মেঘের দল।
ফেরা বুঝি হবেনাকো আর
কে বা পড়ে!-নীল খামে মোড়ানো পত্র প্রেমের।
রুহীগাঁও
২০/০৭/২০২১
২| ২২ শে জুলাই, ২০২১ রাত ১০:২৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন সুদীপ বাবু?
আপনার কবিতা পড়ে গেলাম।
শুভকামনা।