নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতযুগ ধরে আমি হেঁটে চলেছি বাংলার মেঠো পথে পথে
পলি-কাদা-জলে দু’পা ফেলে ফেলে
বৃষ্টির শেষে মেঘেদের রুপ দেখে দেখে
নিরব-সরব দিগন্তের সুর-ছন্দে মুগ্ধ হয়ে।
এই পথে কতকাল ধরে আমি বয়ে চলেছি তোমাকে
আমার এই ক্লান্ত হৃদয়ে
খোলা প্রান্তরে বর্ষণক্লান্ত আকাশকে সাক্ষী মেনে নিয়ে
জানা হবেনাকো তোমার কোন দিনও।
আজও আমি বসে আছি কল্পপুষ্প হাতে
আজও আমি কল্পগল্প সাজাই তোমাকেই ভেবে ভেবে।
ফুলগন্ধ আনমনা নিঃসঙ্গজীবন কল্পসুখ পুষ্পে গেঁথে চলে
সময়ের মালা।
রুহীগাঁও
১৯/০৭/২০২১
©somewhere in net ltd.