নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

১৮ জুলাই (দুঃস্বপ্নের প্রহর)

১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৮

এই পৃথিবী এখন করোনা মুক্ত,-অসত্য কথা বুঝি
বিশ্বাস হচ্ছেনা?-আমারও বিশ্বাস হচ্ছেনা
যেদিকে তাকাই সেদিকে মানুষ।যেদিকে যাই সেদিকেও মানুষ
রাস্তায় মানুষ ছুটছে।পায়ে হেঁটে ছুটছে।গাড়িতে চড়ে ছুটছে
ভীড়ের মধ্যে ছুটছে।মুখোশ মুখে লাগিয়ে,কিম্বা থুতনীতে রেখে
ছুটছে তো ছুটছেই।কি যে নেশা পেয়ে বসেছে বাঙালীদের কে জানে
অবশ্য আমিও ব্যতিক্রম নই।এই দেখুন না মুন্সিপাড়া থেকে
মালদা পট্টি যাবো,-আমি দিনাজপুরের কথা বলছি,ভীড়ের
অবস্থা দেখে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।অবশ্য মুখে মাস্ক ছিল।
তাই বলছিলাম আর কি,-মহামারীর শেষ দশা আমাদের হরতালের মত হলো ধরে নিতে পারি।
কিম্বা ভোটকেন্দ্রের মত।আমি অবশ্য হাটের কথা বলতে চাইছি না।

সেদিন এক খামারির সাথে দেখা,মন তার খুব খারাপ
পাঁচ হাজার ডিম পাড়া মুরগী তার।
প্রতিদিন শয়ে শয়ে মারা যাচ্ছে।ভাইরাস ধরেছে তার খামারে

ছিলাম রাস্তায় চলে গিয়েছিলাম খামারে
ও যা বলছিলাম,-রাস্তার ধারে এক দেবালয় ছিল
আচমকা দেবতা ডাক দেয়,-এই সুদীপ
যাচ্ছো কোথায়।বললাম,-রাস্তায়
দেবতা হেসে বলে,-নাবালকের দল
সরকার থেকে জনগণ সবাই বুঝি শিশু তাই আগুনে হাত দেয়।

রুহীগাঁও
১৮/০৭/২০২১

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.