নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এক)
ওহে প্রিয়,থেকো তুমি সাবধানে
ভীড়ের মাঝে,-কে যে কোন জন,কে বা হিসাব রাখে।
উৎসব আসছে সবার তরে
শংকাও আসছে তীব্র গতি নিয়ে।
ওহে সমীরণ তুমি বয়ে নিয়ে যেও
শুধু শুদ্ধতাকে
বিশুদ্ধ শ্বাস যেন তারা নিতে পারে
প্রচন্ড ভীড়ের মাঝে।
(দুই)
আমিও চেয়েছি ছুঁড়ে ফেলে দিতে-
ভয়টাকে।
অনন্তকাল যেন লুকিয়ে আছি-
অন্ধকারে।
কারা যেন পিছু ডাকে
গর্ত হতে।
কে বা খোঁজ রাখে
অর্থহীন প্রলাপের।
রুহীগাঁও
১৩/০৭/২০২১
১৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৪২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+