নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর যিনি কিনা জনক আর দেখছেননা আমাদের।কেন?হয়তো
শুধুমাত্র নৈবদ্যে প্রাণ ভরেনা আর তার।
আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম
তিনি হেসে ফেললেন।
বললেন-
চলে যাও গভীরে;তাদের নিউরন হতে নিউরনে।
অবাক করা বিষয়-
ব্যাবসায়ীদের নিউরনে নেই মানবতা
আছে শুধু লাভ।লাভের আশায় সবকিছু বিক্রি করে দেন তারা,
আর বিশ্বাসভঙ্গের সকল কারখানা চতুর রাজনীতিবিদদের নিউরনে
আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলি এক নিউরন হতে অন্য নিউরনে
আর ধূসর প্রান্তরে শুনি বাতাসের ফিসফিস-
আঁধার সময় এক-
অস্ত্রহীন যুদ্ধের ময়দানে বিশ্বাস ভঙ্গের ঘৃনিত অভিশাপ।
প্রবল শ্বাস কষ্ট নিয়ে ফিরে এসে দেখি সামনে এক
নতুন পৃথিবী ,-যেখানে মূত্যু ঘটেছে “প্রয়োজনীয়তার” সংজ্ঞার।।
রুহীগাঁও
০৪/০৭/২০২১
০৬ ই জুলাই, ২০২১ রাত ১:১৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:৩৪
কামাল১৮ বলেছেন: প্রথম দুই লাইন খুবই ভালো লেগেছে।কবিতায়+