নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মহামারীর দিনপঞ্জি-২

১৭ ই জুন, ২০২১ রাত ১২:৩৩



কত কিছুই না বদলে দিল এই নিকষ আঁধার সময়
মেহের আলীর পা এখন বাসের ব্রেকে নেই,রিক্সার শ্রীহীন পেডেলে
ছলছল চোখে বলে-
“আগে ঢাকায় বাস চালাতাম
এখন রিক্সা চালাই
লজ্জা?-কেন? পরিবার আশায় আছে দিন শেষে দু’মুঠো খাবার জুটবে
জানেন,রিক্সা চালানোর সময় দম বন্ধ হয়ে আসে এই মাস্কে
তবুও পড়তে হবে।
আমরা টিকা পাবো তো”?
কোন উত্তর আসেনা আমার মুখে,রিক্সা থেকে নেমে হাঁটা ধরি বাড়ির পথে।


কত কিছুই না বদলে দিল এই নিকষ আঁধার সময়
যে যুবকটি বাড়ি বাড়ি গিয়ে পড়াতো
সে এখন বাইক রাইডার,-এই ঢাকাতে।
কত স্বপ্ন ছিল তার চোখে
কত স্বপ্ন ছিল নীলিমাকে নিয়ে
সব কিছু কেড়ে নিলো এই দুঃসহ সময়।

মৌটুসী আর পার্কে যায়না
নিঃসঙ্গ বিকেলগুলি বন্দি হয়ে থাকে বেলকনির বারান্দাতেই,
সজলের হাতে আর রাখা হয়না তার দু’হাত
যেদিন অক্সিজেনের অভাবে ছটফট করছিল সজল
ঝাপসা চোখে দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা তার।


কত কিছুই না বদলে দিল এই নিকষ আঁধার সময়
যুঁথিকার বয়স বাড়ে।বইয়ের পাতায় ধুলো জমে
এখন শুধু স্বপ্নে সে ক্লাস করে,-ইংরেজী পড়ে
ত্রিকোণমিতি শেখে।তবে ব্লাকবোর্ড স্বপ্নে আসেনা।

কত কিছুই না বদলে দিল এই নিকষ আঁধার সময়
বদলে দিল জীবন
বদলে দিল ব্যবসার ধরণ
বদলে দিল পৃথিবীর রাজনীতি।
বোকা মানুষগুলো কত মারণাস্ত্র বানালো
পরস্পরকে মারার জন্যে,
কোন যুদ্ধ হলোনা।কোথাও ফাটলোনা বোমা
তবুও মৃত্যুর মিছিল থামছেইনা।

ঈশ্বর বুঝি এভাবে প্রতিশোধ নেয়?

রুহীগাঁও
১৬/০৬/২০২১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৭

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন- বিশেষ করে শেষ কটা লাইন বুকে গেথে যায়

১৭ ই জুন, ২০২১ রাত ১০:৪৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.