নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঢেউ দিচ্ছে দোলা
থামো
বাহিরে যেওনা।
তবুও কোন কিছুই থেমে নেই
ঘটনাগুলি মুখোশ পড়ে আছে
ঠিক আমরা যেমন পড়েছি মুখোশ-
বাঁচিবার তরে।
এই ঢেউ দিচ্ছে দোলা
থামো
এই কি জীবন?-কেমন সময়?
দর্শকশূণ্য খেলার মাঠ
অক্সিজেন শূণ্য হাসপাতাল
ছাত্র শূণ্য শিক্ষাঙ্গন ।
এই ঢেউ দিচ্ছে দোলা
বদলে যাচ্ছে ব্যবসা
বদলে যাচ্ছে জীবিকা।
তবুও থেমে নেই বীর্যের উৎচ্ছাস
মুখোশ খুলে পড়ছে একে একে
লালা ঝরছে জানোয়ারের
দাঁত বেড়িয়ে পড়ছে
দোষ দেবো ?
আগেও ছিল এমন
এখন যেমন।
এই ঢেউ থাকবে অনেকদিন
হয়তো দেখা হবে আবার
হয়তো না।
পৃথিবী ঘুরবে তার নিজের মতন।
থামো
তুমি হয়োনা কারও মৃত্যুর কারণ।
রুহীগাঁও
১৫/০৬/২০২১
১৭ ই জুন, ২০২১ রাত ১২:৩৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
২| ১৫ ই জুন, ২০২১ রাত ১১:৫৭
জটিল ভাই বলেছেন:
দেখা হবে কোনদিন সেই ঢেউ থামা নদীতটে
১৭ ই জুন, ২০২১ রাত ১২:৩৫
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা।
৩| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:১৫
হাবিব বলেছেন: সব কিছু আবার স্বাভাবিক হবে ইনশাআল্লাহ
১৭ ই জুন, ২০২১ রাত ১২:৩৫
সুদীপ কুমার বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২১ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +