নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে বন্ধু, তুমি কিছুটা আঁধার পান কর
পান কর ধর্ম আর রাজনীতি
পান কর দেশের শিক্ষিত ব্যক্তিদের দুর্নীতি
যেন তুমি সুস্থ বোধ কর
এই করোনার সময়।
তুমি অলস বসে আছো,তাই হয়তো কালো কাল ছত্রাক বাসা বেঁধেছে
তোমার মস্তিষ্কে
তুমি কিছুটা আঁধার পান কর
উদীপ্ত কর নিজেকে।
ওহে বন্ধু, তুমি কিছুটা আঁধার পান কর
পান কর একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতি
পান কর নীতিহীন মানুষের নীতি
পান কর মানবিকতা আর সাংবাদিকতা,
পান কর তোমার নিজের স্বার্থ
পান কর তোমার তুমিকে।
ওহে বন্ধু, তুমি কিছুটা আঁধার পান কর।
২৪/০৫/২০২১
৩০ শে মে, ২০২১ রাত ১:০৬
সুদীপ কুমার বলেছেন: তা বটে।
২| ২৫ শে মে, ২০২১ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩০ শে মে, ২০২১ রাত ১:০৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২১ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: 'আঁধার পান করা'র ভাবনাটা একটু ব্যতিক্রমী বটে!