নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবাদ মাধ্যমে আছড় পড়েছে
তবে জ্বীনের নয়,-টাকার।
আর আমরা মহাব্যস্ত দেশ উদ্ধারে-
ওই মধ্যবিত্ত যার তারা।
একজন শ্রমিককে দেখো,যে কিনা কাজ হারিয়েছে করোনায়
তার কিছুই যায় আসেনা
-একজন ধর্মব্যবসায়ী
কিম্বা
একজন পুঁজিপতি
কবে কার সাথে বিছানায় গেলো তা নিয়ে ভাবতে।
আবার দেখো অন্য শিল্পপতিকে
মদের নেশায় ঢুলছে আর বলছে-“ এভাবে কেউ কি ধরা খায়”?
আর আমরা যারা কিনা আমজনতা,-কি করছি কিম্বা কি বলছি?
-আমরা যেন তাল পুকুরের পোষা নিরীহ মাছ
(খেয়ে দেয়ে বড় হয় মরিবার তরে)
খাবার দিলেই হুটোপুটি
ফুরিয়ে গেলেই সব শান্ত
-কি মজা তাইনা?
সংবাদ মাধ্যমে আছড় পড়েছে
-এবার অবশ্য করোনার,
কোন দেশে কতটি চিতা জ্বলছে
তাই নিয়ে মহাব্যস্ত
(আর সেই সংবাদ পড়ে মরার আগেই মারা যাচ্ছি সকলে।)
এখন ব্যবসা বুঝি ভ্যাকসিনে অস্ত্রে নয়
তাই কি সকল পাতানো যুদ্ধ বন্ধ পৃথিবী জুড়ে?
সংবাদ মাধ্যমে আছড় পড়েছে,-ভন্ডামীর ।
ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবো,-আমিও ছিলাম ভন্ড
তোমার বানানো পৃথিবীতে।।
২৮/০৪/২০২১
০১ লা মে, ২০২১ রাত ১০:৫৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই মে, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১৭
কামাল১৮ বলেছেন: জনগন করোনায় মরছে,কিছু দুষ্ট রাষ্ট্র ভ্যাকসিন নিয়ে লাভের আশায় লড়ছে।