নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যদুপুরের নির্জনতা ছাপিয়ে আগুন ঝরিয়ে যাচ্ছে এবারের বৈশাখী রোদ
আর আগুনে পুড়ছে আমার হৃদয়।করোনায় কতকিছুই না থমকে গিয়েছে
কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা তা বহমান।যেমন বইছে গঙ্গা,
যমুনা,ঠিক তাদের মত।আমার হৃদয় নদীর স্রোতে ভেসে বেড়াও তুমি।
তোমাকে ভুলি কিভাবে?তুমিই যে আমার অস্তিত্ব।
এবারে নেই মঙ্গল শোভাযাত্রা,-প্রতিবারের মত।অদৃশ্য এক নিরব ঘাতক
আমাকে আটকে ফেলেছে লক ডাউনের শিকলহীন গারদে।তবুও আমি
মঙ্গল শোভাযাত্রায়; বৈশাখী সাজে তোমার সাথে।অবশ্যই কল্পনায়,
তোমার প্রতি আমার তীব্র ভালোবাসা আমাকে টেনে নিয়ে যায় নববর্ষের
মিলন মেলায়।
ভুলবো কিভাবে বলতে পারো,সেই আনন্দঘন সকাল,উজ্জল-উচ্ছল
মানুষের মিলন মেলায় উড়ছি প্রজাপতির মত।
১৪/০৪/২০২১
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৮
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা, বোনটি আমার।
২| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৮
সুদীপ কুমার বলেছেন: শুভ নববর্ষ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: .ভাইয়া
এবারে কোনো বৈশাখী অনুষ্ঠান হয়নি। হয়নি সাজুগুজু বা প্রানের মেলা।
তবুও শুভেচ্ছা ....... বৈশাখের শুভকামনা ......