নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটি গাভী ছিল,যে কিনা নিজের দুধ নিজেই খেয়ে নিত।
আমি হয়তো ঈশ্বর ভক্ত
তাই মাথা নত হয়ে আসে তাদের কাছে যারা ঈশ্বর প্রেমে মশগুল
তাই শুনি তাদের কথা,-অমৃত বাণী
সত্য কিম্বা মিথ্যা,কে খোঁজ রাখে তার,- বলতো?
সেবাদাসী?-থাকতেই পারে(?)
কেন খোঁজ করি তার?
আমার একটি গাভী ছিল,যে কিনা নিজের দুধ নিজেই খেয়ে নিত।
সেই যে করোনা এলো পৃথিবীতে
আর মুখে পড়লাম মাস্ক
খোলাই হলোনা আর।
হ্যাঁ,যা বলছিলাম,-গুরু আমার সেবাদাসী রাখবেন না রক্ষিতা রাখবেন
এ নিয়ে মাথাব্যাথা নেই আমার।
তিনি ধর্মের কথা বলেন-
ঈশ্বরের কথা আমাকে বলেন।
বলেন-“ধর্ম রক্ষা করতে ঈশ্বরের সৃষ্ট মানুষের সম্পদে আগুন দিয়ে ধ্বংস করতে।
আমার একটি গাভী ছিল,যে কিনা নিজের দুধ নিজেই খেয়ে নিত।
মা বললেন,-জমাই এনে গরুর মুখে বেঁধে দে।
০৭/০৪/২০২১
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: আমাদের যিনি ডেইরী সুপারভাইজার উনি বরিশালের।উনি গরুর মুখের ঠুসিকে জমাই বলেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: জমাই লিখেছেন কিন্তু আমি বারবার জামাই পড়ছি। আজিব!!!