নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কিশোরী ছুটছে সরু আল পথে
সবুজ প্রান্তরে দেখা হলো তার সাথে।
তার ছুটে চলা ছিপছিপে দেহে
ঝর্ণা বায়
আর সতেজ ফসলের ক্ষেতে ভালোবাসার দায়।
উচ্ছল এক কিশোরী ছুটে চলে সরু আলপথে।।
তার ঘনকালো কেশ আকাশের ওই নীলিমায়
পাখি হতে চায়।
তার উচ্ছল উজ্জল চোখের তারায়
আলো ঝলকায়।
দুরন্ত ওই কিশোরী
মুখে তার সহজ-সরল হাসি,
সরু আল পথের ওই কিশোরী
বুনো বাতাস যেন তার সাথী।
ভরা ফসলের ক্ষেত দোলে
দোলে প্রকৃতি,-বুনো বাতাসে
আর সেই কিশোরী ছুটছে সরু আলপথে।
উচ্ছল ওই কিশোরী
মুখে তার অনাবিল হাসি।।
রুহীগাঁও
২০/০৩/২০২১
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।