নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবী বসে থাকবেনা তোমার জন্যে
তোমাকেই যেতে হবে তার কাছে,
তোমাকেই মেনে নিতে হবে পৃথিবীর আবদার
অনুযোগ আছে যত তোমার
কি মূল্য আছে তার-
তুমি হয়তো খুঁজে পাবে নুড়ি পাথর
যেন নিও সেও ছিল প্রিয় কোন একদিন,- সাগরের।
তুমি যেও পৃথিবীর কাছে
তুমি খুঁজে নিও আলো, আঁধারের বুকে
তুমি কুড়িয়ে নিও নুড়ি পাথর,- যত্ন করে।
একদিন পৃথিবী তোমাকে দেবে-
যত সম্পদ আছে তার একান্ত আপনার।
রুহীগাঁও
০৮/০২/২০২১
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: অতি মনোরম। ভাষা সুন্দর।