নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসে বৃষ্টির কান্নার সুর,-অপেক্ষামান
বাড়িগুলি সব নতুন,-পুরানো হওয়ার অপেক্ষায়
হৃদয় অপেক্ষা করে,-চিরকাল
ভালোবাসার জন্যে,-চিরটিকাল
চির তরুণ হৃদয়
বয়স শুধু –শরীরে।
যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা বেশ ভেজা,বৃষ্টি হয়েছে কিছু আগে।
০৯/০৬/২০১৯
১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১০ ই জুন, ২০১৯ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর তবে বৃষ্টি বানান ঠিক করেন ভাইয়া
১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৫
সুদীপ কুমার বলেছেন: বানান ভুল হয়েছিল।সংশোধন করে দিয়েছি।
৩| ১০ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: বৃষ্টি ভেজা রাস্তায় হাটতে ভালো লাগে না। বিশেষ করে ঢাকায়।
১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৫
সুদীপ কুমার বলেছেন: তা অবশ্য ঠিক।
৪| ১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
১০ ই জুন, ২০১৯ রাত ১১:২১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
৫| ১১ ই জুন, ২০১৯ রাত ২:৩৪
মুক্তা নীল বলেছেন:
চিরকাল থেকে চিরটিকাল অপেক্ষা ভালোবাসার জন্য ।
সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৯ রাত ২:৫৭
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতার অল্প কথায় অনেক কথার রহস্য লুকিয়ে আছে। ভালো লাগলো।