নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনগনে চুল্লীর আঁচের মত তাপ ঝুলে আছে
গাছের পাতায়
যেভাবে হুজুক ঝুলে থাকে সবজান্তা বাঙালিদের মাথায়।
বৃক্ষরাজির কাছে চেয়েছিলাম নির্মল বাতাস
বৃথা আাশা
যেমন আশা করা বৃথা উঠতি ধনী নেতার কাছে-সমাজ উন্নয়ন,
নেই কোন হিন্দোল-নিথর পাতা
আর হিন্দোল নেই চোরের উর্বর মাথায়।
সেইসব দুপুরে তাল পাখা আর বাঁশের মাচা
আর পূর্বপুরুষের কাছে শোনা সকল কিচ্ছা- ছুটি জানাতো গরমকে।
ধূ ধূ মাঠ,মেঠো পথে শুয়ে থাকা রোদ
আলো ছড়াতো সরু আলপথে- পথ দেখাতো
আমি ছুটতাম--ছুটতাম
পোড়া মাটির ঘ্রাণ নিতে,মাটির খেলনা কুড়াতে
যেমন এখনও ছুটি জীবনের স্পন্দন পেতে
পথে পথে।
আর সেই পালপাড়া
পোড়া মাটির খেলনা
আজও উত্তাপ বয়ে নিয়ে চলে
কিছু নাম না জানা মানুষের হৃদয়ে,
ঠিক যেভাবে দেশপ্রেমিক মানুষের হৃদয় বয়ে নিয়ে চলে বাংলাদেশকে।
১৯/০৫/২০১৯
২০ শে মে, ২০১৯ রাত ১১:০৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২০ শে মে, ২০১৯ রাত ১১:০৯
সুদীপ কুমার বলেছেন: সাউথের সিনেমা আমিও খুব দেখি।
৩| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর