নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনুভব করছি রোদ খেলছে আমার মুখে
রোদ বা অনুভূতি কেউ আঘাত প্রাপ্ত হয়না।অথচ আঘাত পায়-ধর্মানুভূতি।
বাতাস স্পর্শ করে আমাকে আর আমি স্পর্শ করি পুস্তককে-
ধর্মগ্রন্থ।বাতাস প্রচার করে আমার মুখ নিঃসৃত শব্দ-একপেশে।
পান্ডিত্য আমায় ধরে কিম্বা আমি পান্ডিত্যকে
আমাদের দেশের বামপন্থার মত।
বামপন্থা কখন ডানপন্থায় রুপান্তরিত হয় ডারউইনের তত্ত্ব ভুল প্রমাণ করে
বলদ কিছিমের লোক টের পায় সর্বনাশের পরে।
চেতনার দর এখন প্রতি কেজি হিসাবে
যেখানে চেতনাজীবি আর চেতনা বিরোধী একই কাতারে।
পুরানো লোহায় মরিচার দাগ
যেমন দাগ রাজনীতির ভেতরে।
যুদ্ধ কখনও কখনও ব্যবসায়িক পণ্য
যেমন ব্যবসায়িক পণ্য চেতনা,ধর্ম।
এক্কা দোক্কা শুধু শিশুদের খেলা নয়
বড়দেরও খেলতে হয়।যেমন খেলে পর্দার অন্তরালের অসুর
১৫/০৫/২০১৯
২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:৪২
মাহমুদুর রহমান বলেছেন: সত্যিই বলতে রাজনীতির মারপ্যাচ আমি বুঝিনা।তবে কবিতাটা আমার ভালো লেগেছে।
২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে।