নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারের উপর পাখি ছিল বসে-অচেনা
বাতাস বয়ে যায় তাপদাহের নীচ দিয়ে
আচমকা পাখিটি বোমায় পরিণত হয়,নিক্ষিপ্ত হয় গাজায়-টনে টনে
মরছে মানুষ-কোন মুসলমান নয়,আর ওদের তেল নেই,আছে শুধু ভূমি
যারা মারছে তারাও মানুষ-ইহুদী নয়।অবশ্য অপদার্থের দল মানুষ ভাগ করে
জড় পদার্থ ভেবে নিয়ে-ইট,পাথর কিম্বা মাঠ যেমন।
বিশ্বের স্বঘোষিত বাটপার মাস্তান দেশ শান্তি বিক্রি করে,বিক্রি করে গণতন্ত্র
পেট্রো ডলারের বিনিময়ে, অস্ত্র বিক্রি করে,
জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে,
সবাই জানে,কেউ জানেনা।
সবাই ব্যক্তি স্বার্থে ওই পাখির মতই বদলে যায়
উড়াল দেয়-ধর্মের কৃষ্ণগহ্বরে-অচিন পাখি গান গায়।
তারের উপর পাখি ছিল বসে-অচেনা
যেমন অচেনা অস্থিরতা-মুখোশ পড়া মানুষগুলি
কিম্বা মুখোশ নয়-ওটাই বাস্তবতা-ধনী হওয়ার দৌড়ে
এগিয়ে দেয় যার যার সুন্দর পাছা,
দিন শেষে অচেনা পাখি এক বসে আছে একেলা।
মানুষগুলি মানুষ নয়-অচেনা পাখি হয়ে যায়-নাম লেখা আমারও-একই দলে
১৪/০৫/২০১৯
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৫
নীল আকাশ বলেছেন: লাইনটা এমন হলে কেমন হতো-
সবাই জানে, তাও না জানার ভান করে থাকে।
অর্থবহ কবিতা।
ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ।
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৯
সুদীপ কুমার বলেছেন: আমি অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লিখি।আপনার উদহারণ অক্ষরবৃত্ত ছন্দের নিয়ম মানছে না।
ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর....
১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৫| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:২০
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লিখেছেন।
১৬ ই মে, ২০১৯ রাত ১২:২৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।