নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্বহীন

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১





(এক)
এসো গল্প করি জীবনের
এসো গল্প করি সময়ের।

এসো ভালোবাসি এই মুহূর্তকে
কি লাভ অতীত নিয়ে বসে থেকে?

কি লাভ সামনের আগত বিপদকে নিয়ে চিন্তা করে
কি লাভ ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করে?

এই যে তুমি আমার পাশে
আমি উপভোগ করি তোমার সঙ্গ,তোমার গল্প
আমি অনুভব করি তোমার ভালোবাসা,তোমার প্রেম
আমি তোমার সাথেই আছি,বর্তমান নিয়ে আছি।

(দুই)
দেখো আমার কল্পনা শক্তি এতো প্রবল নয় যে তোমাকে ছাড়া ভাবতে পারি
তুমি চুরখাই ফল দেখেছো,দেখেছো কিভাবে চুরখাই ফলের বৃতি আবৃত করে তার ফলকে
তোমার প্রেম আমাকে আবৃত করে রেখেছে,-আমি যেন চুরখাই ফল।
আমি তোমাকে নিয়েই বেঁচে আছি।

(তিন)
আমার হাতে যে বই,তোমার জন্যে এনেছি,পড়
আমার হাতে যে বই তা অক্ষরহীন।

আমি আয়নাকে দেখি
আয়না আমাকে দেখে
আমরা কেউ কাউকে দেখছি না
শুধু সেতারের উপর আঙ্গুল নাচে,-তবে শব্দহীন।

১৫/০১/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.