নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতটা সময় পার করে এলাম আমরা দু’জন,- একত্রে।
দিন-ক্ষণ-মাস,হিসাব নাই বা করলাম
নাই বা জানলাম চলার পথের অর্জন-
সফলতা-
সকল ব্যর্থতা
শুধু জানি আমরা দু’জনে হাত ধরাধরি করে এগিয়ে চলেছি।
চারটি কলাগাছ,শঙ্খ-উলুধ্বনি,ঢাকের শব্দ আর উৎসুক মানুষের দৃষ্টি সাক্ষী করে
আমরা দু’জন হাত ধরি পরস্পরের
তারপর শুধু ছুটে চলা দু’জনের।
কতটা সময়?
যতটুকু অভিমান জমেছে দু’জনের হৃদয়ে
তারচেয়েও বেশি জমেছে ভালোবাসা
তারচেয়েও বেশী জমেছে শ্রদ্ধা।
আজও মনে হয়-এই তো সেদিন,দু’জন দুজনের হাত ধরলাম
শপথ নিলাম,-একসাথে পথ চলবো দু’জনে।
যতটুকু সময় বাঁধা রয়েছে আমাদের জন্য
তার সবটুকু ভরে উঠুক ভালোবাসায়
আর প্রেমে।
১৩/০১/২০১৯
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
সুদীপ কুমার বলেছেন: অনেক ভালোবাসা।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা হ্যা আমিও চাই যেটুকু সময় তার সবটুকু ঘিরে থাকুক সুখ আর স্বাচ্ছন্দ্য।
অনেক ভালো লাগা জানবেন কথামালায়
শুভ সকাল
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
সুদীপ কুমার বলেছেন: শুভ রাত্রি নাঈম।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১
মুক্তা নীল বলেছেন: অবশেষে সফলতা দুজনের জীবনে। ভালোসায় ভরে ওঠুক নতুন পথচলা। ভালোলেগেছে কবিতা। শুভকামনা রইলো।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
সুদীপ কুমার বলেছেন: শুভকামনা।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪
সুদীপ কুমার বলেছেন: সতত ভালোবাসা।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
私 বলেছেন: সুন্দর ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ তবে চীনা অক্ষর অচীন।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
হাবিব বলেছেন: কবিতা বেশ ভালা লাগলো
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো। এমন লেখা আরো চাই
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ভালো লাগল প্রিয় কবি।