নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভালোবাসাটাই আমার ভুল ছিল-
কথাগুলি বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে
ফিরে আসে ওই থমথমে মুখে ধাক্কা খেয়ে
আর আমি বুঝে ফেলি-ভীষণ ভুল করে ফেলেছি।
হৃদয়ের গভীর হতে উঠে আসে-আমি দুঃখিত
আমার ভুল হয়েছে।
সত্যিকার অর্থে আমি প্রচন্ড ভালোবাসি তোমাকে
আর সেজন্যেই তোমার সামাণ্য ভুলগুলিতে আমি বিব্রত হই
আর ছলছলে ওই দুই নয়ন আমাকে কষ্ট দেয়
পীড়া দেয়।
হৃদয়ের কান্না দেখাতে পারিনা
শুধু বলি-আমি খুবই দুঃখিত
আমার ঠিক হয়নি তোমাকে বকা দেওয়া।
১২/০১/২০১৮
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪
সুদীপ কুমার বলেছেন: হা হা.।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৪
মামুন ইসলাম বলেছেন: জীবনে চলার পথে মান অভিমান থাকবেই ।চমৎকার হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯
সুদীপ কুমার বলেছেন: ঠিক তাই।মান অভিমান থাকবেই।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: এজন্য হুট করে ভালোবাসতে হয় না।
অনেক চিন্তা ভাবনা করে নিতে হয় আগে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১০
সুদীপ কুমার বলেছেন: সহমত কিনা বুঝতে পারছিনা।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এইতো ভালোবাসা, যেখানে ঠাঁই পায়না কোন রাগ, যেথায় মোমের মতই গলে যায় প্রেমিক হৃদয়, যেথায় অভিমানের হয় না স্থায়িত্ব।
ভালো লাগলো
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৮
হাবিব বলেছেন: এতো অভিমান??