নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই,খুব দৃঢ় ভাবেই চাই,দিন শুরু হোক তোমার কন্ঠ শুনে
এমন শব্দ,যেন দূর হতে ভেসে আসা ঝর্ণার শব্দ।
সত্যি কথা বলতে কি সারাদিন তোমাকে বয়ে বেড়াতে চাই
তাই তোমার কন্ঠ শুনে জেগে উঠতে চাই।
পথ চলতে চলতে আমি বয়ে নিয়ে চলি তোমাকে,যেমনভাবে রোদ বয়ে নেয় তাপ
তোমার কাছ হতে দূরে সরে থাকার সময়,স্মৃতিগুলি হয়ে যায় লড়াইয়ের রসদ।
বিষণ্ণ দুপুরের বিষণ্ণতা কেটে যায়- “কি দিয়ে খেলে আজ দুপুরে”?শোনার পর
আমি হয়তো অপেক্ষায় থাকি কখন বাজবে ফোন,আর এভাবেই কাটে প্রহর।
সন্ধ্যার মায়াবী সময় তোমাকে বয়ে আনে
যেভাবে মেঘ বয়ে আনে বৃষ্টিকে।
ঘুমে তলিয়ে যাবার আগে
কিছু কথা কিছু নিরবতা আমাকে বলে দেয়-ভালোবাসা বুঝি এমন হয়।
১১/০১/২০১৮
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬
সুদীপ কুমার বলেছেন: সতত ভালোবাসা।
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঘুমে তালিয়ে যাবার আগে
কিছু কথা কিছু নিরবতা বলে দেয় ভালোবাসা বুঝি এমনই হয়।
আসলেই ভালোবাসা এমনই। ভালোলাগা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭
সুদীপ কুমার বলেছেন: ভালোবাসা রইলো।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ্দারুন আবেগ।
আসলে কবিতা তো আবেগের খেলা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭
সুদীপ কুমার বলেছেন: আবেগ
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর একটি কবিতা
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠে মুগ্ধতা। মনে হয় প্রথম কমেন্টটি হিট করতে পেরেছি।