নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

যা কখনও বদলায় না

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০





এই যে আমি মুগ্ধ হয়ে শুনি,-তুমি যখন কোন বিষয় নিয়ে কথা বলো নিবিষ্ট হয়ে
শুধু এই জন্যে নয় যে তোমার কথাগুলি খুবই হৃদয়গ্রাহী,বরং এই যে তোমার একটানা
কথা বলার ধরণ যা আমাকে মুগ্ধ করে আর ওই ওষ্ঠের বক্ররেখা আমাকে বন্দী করে।

আমি রোজ অপেক্ষা করি লাইব্রেরীর সিঁড়িতে তোমার জন্যে,এর অর্থ এই নয়
অপেক্ষা আমার ভালো লাগে।সত্যিকার অর্থে আমার ভালো লাগে তোমার-
হেঁটে আসার ছন্দ,আর সেই আলো যা তোমার শরীর ঘিরে থাকে।

আমি প্রচন্ড আগ্রহ নিয়ে ঝগড়ায় মেতে উঠি তোমার সাথে।এর অর্থ এই নয়
ঝগড়া আমার ভালো লাগে।বরং ভালো লাগে তোমাকে রাগাতে
আর ভাল লাগে রাগে থমথমে তোমার সুন্দর রক্তিম মুখটি।

ভালো লাগে জ্যোস্নার স্নিগ্ধ রুপ।ভালো লাগে তোমার অতলান্ত দু’নয়ন।
ভালো লাগে মেঘের শুভ্র রুপ।ভালো লাগে লাল পাড় সাদা শাড়ীর তুমি।

হয়তো এই অনুভূতি চিরন্তন যারা প্রেমে পড়ে,- তাদের।

০৫/০১/২০১৯

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

সুদীপ কুমার বলেছেন: সতত ভালোবাসা।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.