নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের কলসি ভরে আছে ভালোবাসায়
ভরা কলসি,তাই কি শব্দহীন?
ওই যে আকাশ,কখনও নীল কখনও বা আঁধারে ঢাকা
তার বিশালতাও যে শব্দহীন।
ভালোবাসাও কি শব্দহীন?
স্বার্থহীন?
আমার সবটুকু জুড়ে তুমি আছো
আমার হৃৎস্পন্দনের প্রতিটি ছন্দে তুমি
আমার রাত জাগা সময়টুকু তুমি
আমার আনন্দ সময়ের উর্বর মুহূর্ত জুড়ে তুমি আছো।
এমনি বুঝি হয় যখন হৃদয় থমকে যায়
এমনি বুঝি হয় যখন হুড়মুড় করে ভালোলাগা আছড়ে পড়ে চলার পথে।
কলসি ভরা ভালোবাসা।আমি শুনি শব্দ ছলাৎ ছলাৎ,-অনবরত
তৃষ্ণার্ত হৃদয়
ভালোবাসার তীব্র পিপাসা
ভালোবাসা চাই
ভালোবাসা চাই
স্বার্থহীন এক ভালোবাসা চাই
সময়ের কলসি ভরে থাক ভালোবাসায়।
০২/০১/২০১৯
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।