নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

যদিও তুমি দূরে

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১





দূরে।কতদূরে?ঘর হতে এক পা কিম্বা অনেক দূরে যেতে হয়
ভালোবাসার মানুষদের ছেড়ে।


যেভাবে পাতা ঝরে বৃক্ষের শাখা হতে
তেমন নয়।অন্যরকম

কঙ্কাবতী কতদূরে তুমি।তবুও দেখো তোমাকেই ভাবছি আমি
প্রয়োজন দূরে ঠেলে দিয়েছে আমাদের দু’জনকে।প্রয়োজন শব্দটি ভীষণ নিষ্ঠুর

কত উন্নত এই পৃথিবী
এত দূরে তবুও শুনছি তোমার কথা।দেখছি
তবুও কত অতৃপ্তি।
অতৃপ্তি তোমাকে কাছে না পাওয়ার।ছোঁয়ার

কঙ্কা কাছে এসো আমার।তোমাকে স্পর্শ করি
এসো জড়িয়ে ধর আমায়
এসো ময়াল সাপ হয়ে।তপ্ত শরীরে

স্বপ্ন বুঝি স্বপ্নই।সময় কেটে নেয় হৃদয়ের অংশ

০১/০১/২০১৯

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্ন বুঝি স্বপ্নই।সময় কেটে নেয় হৃদয়ের অংশ
................................................................................
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় ।
স্বপ্ন না হলে পৃথিবী অচল হয়ে যেত ।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

সুদীপ কুমার বলেছেন: স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় -ভালোলাগা জানালাম।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

অবনি মণি বলেছেন: কত দূরে তুমি.....

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

সুদীপ কুমার বলেছেন: হিসাব করে দেখি.....

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: উন্নত পৃথিবীতে দরিদ্র দেশের অভাব নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.