নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো জানাই হতোনা আকাশের তারাও মরে যায় একদিন
যেমন ভাবে রাজনীতির মৃত্যু ঘটেছে এদেশের সূর্য সন্তানদের
হয়তো জানাই হতোনা দেবতার রুপে অসুর বিরাজমান পৃথিবী মাঝে
যেমনভাবে যুদ্ধাপরাধীরা ধর্মের লেবাস পড়েছিল এদেশে।
হয়তো জানাই হতোনা মানুষ মুখোশ পড়েছে কেন
যদিনা সুশীলদের চিনতাম বাংলাদেশে
হয়তো জানাই হতোনা কাঠের পুতুল কেন কথা বলে
কামাল, রব নাচতে না নামলে
কতকিছু বদলে যায় সময়ের আঘাতে
মুক্তিযোদ্ধা পরিণত হয় ট্রয়ের ঘোড়ায়
১৮/১২/২০১৮
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪০
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।