নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এক দলীয় শাসনের কথা বলছো
যদিও তুমি জানো আকাশে একটিমাত্র সূর্য উঠেছে,
তুমি গুম আর কথা বলার অধিকার নিয়ে বলছো
আর
মানবাধিকারের জন্যে হাপুস নয়নে কাঁদছো
যদিও তুমি ঐক্য গড়েছো মানবতাবিরোধী অপরাধীদের সাথে, স্বাচ্ছন্দে
তুমি ঐক্য গড়েছো বাংলা ভাইয়ের পৃষ্ঠপোষকের সাথে. নির্লজ্জভাবে
তুমি ভোটাধিকারের কথা বলছো তাদের সাথে যারা গণতন্ত্রেই বিশ্বাসী নয়।
কাদের জন্যে এসেছো ভোট চাইতে আমার কাছে?
অতীতে তারা কতটুকু এগিয়ে নিয়েছে বাংলাদেশকে
কোটি কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করা ছাড়া।
হ্যাঁ তুমি কিন্তু পেরেছো সুশীল নামক মার্কিন দালালদের পাশে নিতে
তুমি পাশে পেয়োছো নিরপেক্ষতার মুখোশধারি দৈনিক পত্রিকাকে
তুমি পাশে পেয়েছো পথভ্রষ্ঠ হতাশ বামদের
পচা গলা মুক্তিযোদ্ধাদের।
তোমার পচনশীল দেহ কোন উপকারে আসবেনা বাংলার,-তুমি জানোতো?
১২/১২/২০১৮
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
নজসু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
রাজীব নুর বলেছেন: রাজনৈতিক কবিতা।