নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫




রাজাকারগণ, আর একবার জোরসে বলুন-
পাকিস্থান জিন্দাবাদ
আর একবার জোরসে বলুন-
পাকিস্থান ভাঙ্গা হলো কবিরা গুনাহ

সুশীলগণ আপনারা উত্তোলন করুন গণতন্ত্রের পতাকা
আর নির্বাচনে আসতে দিন যুদ্ধাপরাধীদের (তবে ভিন্ন প্রতীক নিয়ে)
আর জোরসে বলুন-
বহুদলীয় গণতন্ত্র জিন্দাবাদ।

২০১৮
ডিসেম্বর
চাঁদে যারা দেখেছিলো তাদের প্রাণপুরুষ তারা এখন গর্ত হতে উঁকি মারছে
গুজব আর হিংস্রতা নিয়ে

আর একদল আলোর পথযাত্রী যারা অকুতোভয়
নতুন নতুন উচ্চতায় পৌঁছানো তাদের নেশা
ভীরু যারা,যারা ডুবে থাকে চাকর মানসিকতার চোরা বালিতে
তারা থাকতে চায় নিরাপদ দূরত্বে।

০৩/১২/২০১৮

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯

রাফা বলেছেন: জোরসে বলুন আমি ,আপনি দলকানা।
জোরসে বলুন আমরা সবাই ভারতের দালাল।
আরো জোরে, আমিই শুধু চেতনা বেচি।
আবার বলুন ,আমিই নাকি দলকানা।

কারন একটাই,দেশ যখণ ডাক দেয় আমি তখন বুলেট ,বোমা তুচ্ছ করে বুক চিতিয়ে দাড়াই।
আর তোমরা তখন আমার বুকের রক্তে ভেজা রাজপথে ,ফ্ল্যাগ উচিয়ে সাইরেন বাজিয়ে হাঁসো।

ধন্যবাদ,সু.কুমার।পার্থক্য নির্ণয়ের জন্য।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: রাজাকার তো দমন হয়েছে। তবে এখনও রাজাকার মানসিকতার লোকের অভাব নেই আমাদের দেশে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: নির্বাচন এখন মূল্যহীন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.