নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতা কোথায়?-দেখিয়ে দাও
আমি তার কাছে যাবো
তার অনুসারি হবো
নেতা কোথায়?-নেতা দেখাও
যার সাথে দুর্নীতির সহবাস নেই
যার হাতে জনগণের সম্পদ নিরাপদ
যে স্বার্থহীন দেশের প্রশ্নে
আমি তাকে ভোট দেবো।
নেতা কোথায়?-নেতা দেখাও
যার উপর পাকিস্থানী প্রেতাত্মার আছড় নেই
যে কখনও সখ্য করেনি যুদ্ধাপরাধীদের সাথে
যে পেট্রোল বোমায় মানুষ মারেনি কখনো
যে দুর্যোগ মূহুর্তে দেশ ছাড়েনি কোনদিন
নেতা দেখাও,আমাকে নেতার কথা বলো
যে কিনা মার্কিন সাম্রাজ্যবাদের দালাল নয়
যে নীতির প্রশ্নে আপোষহীন
প্রয়োজনে রাজপথে নেমে আসে জনগণের সাথে,-মিছিলের অগ্রভাগে।
০২/১১/২০১৮
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫
রাজীব নুর বলেছেন: নেতা মানেই ভন্ড, লোভী, দুর্নীতিবাজ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
সুদীপ কুমার বলেছেন: একমত নই।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪
কলাবাগান১ বলেছেন: নেতা কোথায়?-নেতা দেখাও
যার উপর পাকিস্থানী প্রেতাত্মার আছড় নেই
যে কখনও সখ্য করেনি যুদ্ধাপরাধীদের সাথে
যে পেট্রোল বোমায় মানুষ মারেনি কখনো
যে দুর্যোগ মূহুর্তে দেশ ছাড়েনি কোনদিন