নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক আমার ভেতরেই তিনি ছিলেন,আর দখলে নিয়ে রেখেছিলেন পুরো একটা সময়।
সময় কত দ্রুত বদলে যায়।কিভাবে হারিয়ে গেলো নীল খাম,ডাক হরকরা
আর হারিয়ে গেলো চেনা মানুষগুলির নীতিবোধ।
সেদিন পরাণ মাঝির সাথে দেখা হলো।বললো-কতদিন পর এলে বাবা!
বাড়ির সবাই ভালো?
চাচা,বাংলাদেশ অনেক বদলে গিয়েছে,না?
পরাণ মাঝি নৌকা বায়,উদাসী হাওয়ায়।
“আয় ছেলেরা আয় মেয়েরা নির্বাচনে যাই
গামছা গলে,মুজিব কোটে ধানের শীষের গীত গাই”।
চাচা,মানুষগুলি এমন বদলে যায় কেন,বলতে পারো
বাবা,আমি খেটে খাওয়া মানুষ
দু’বেলা দুইমুঠো ভাত, আর কি চাই?
সময় এগোয়
সময় পিছায়
ইংরেজ আসে ইংরেজ যায়
আমরা মানুষ থেকে পরিণত হয়ে যাই-হিন্দু ও মুসলমানে
পাকিস্থান আসে পাকিস্থান যায়
আমারা মানুষ থেকে পরিণত হয়ে যাই….
পরাণ মাঝি নৌকা বায়,উদাসী হাওয়ায়।
২১/১১/২০১৮
২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
“আয় ছেলেরা আয় মেয়েরা নির্বাচনে যাই
গামছা গলে,মুজিব কোটে ধানের শীষের গীত গাই”।
...........................................................................
ধারা ভঙ্গ করেছেন , ই সি ব্যবস্হা নিতে পারে ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১২
আমি রোবট বলেছেন: ভালো লিখেছেন....।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
হাবিব বলেছেন: অসাধারন.........
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: "পরাণ মাঝি নৌকা বায়, উদাসী হাওয়ায়" - এক পরাণ মাঝির পেশী শক্তি অনেককে বহন করতে পারে। সব পরাণ মাঝিদের পেশী শক্তি এক হলে কী করতে পারে, সেটা আমরা কল্পনাও করতে পারিনা।
কবিতা ভাল লেগেছে। + +
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
ঢাকার লোক বলেছেন: দাদা, সুন্দর লিখেছেন, তবে সময় পরান মাঝির নৌকার মতো শুধুই এগোয়, পিছিয়ে পড়ি শুধু আমরা ! "এ পথ যে শুধু চলার, এখানে ফিরার পথ নেই !"