নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চলে যেতে চেয়েছিলাম,-তোমাকে ফেলে
আমি চলে যাই
যাই-
মনটা যেন এক ভ্রমর
শুধু উড়ে
ফুলে
ফুলে।
সেই বালক বেলায়,-পা দুটি ছিল বেশ লম্বা আমার
লজ্জা সবে ঘর বেঁধেছিল মনে
বেশ লম্বা বেণী ছিল তোমার,-দুলতো হাওয়ায় হাওয়ায়
শুধু থাকতাম তোমার পাশে পাশে-খেলার ছলে
নাম?-অবশ্যই কঙ্কাবতী নয়।
শুধু উড়ে মন
ফুলে ফুলে-
গভীর দু’নয়নে হারিয়ে যাবার শুরু,-অতলে তলিয়ে যেতাম
কি টান?-দেখার সাথে সাথে হৃদয়ে বাজতো তান
কি নাম?-তখন হয়তো অন্যভুবনে অন্য কোথাও ছিলাম আমরা দু’জন
কঙ্কাবতী ছিলে তুমি?
মিছিলে,পথে প্রান্তরে দিলাম আমি ছুট,কি এক অদ্ভুত প্রাণশক্তি পেলাম উপহার
লজ্জা,-হারিয়ে গেলো কোথায়
সেই মন।উড়ুক্কু মন আমার
উড়ে
ফুলে ফুলে।
বন্ধু তুমি।সখা তুমি।ভালোবাসা আমার-কঙ্কাবতী আমার।
যায় চলে যায়।বেলা বয়ে যায়
কঙ্কাবতী-ভালোবাসে আমায়(?)
অনেকটা পথ হেঁটে হেঁটে
ক্লান্ত কি মন আমার?
কঙ্কাবতী আজও আছে,যেমন আছি আমি
শুধু উড়ুক্কু মন আমার
উড়ে
ফুলে
ফুলে……..
০৫/১১/২০১৮
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
সুদীপ কুমার বলেছেন: মন যে শুধু উড়ে-কি করতাম আঁই?
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
মীর সাজ্জাদ বলেছেন: মনটা উড়তে থাকুক, ভাসতে থাকুক সুখের কোলে।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: ভাসতে থাকুক।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
অব্যক্ত কাব্য বলেছেন: বেশ লিখেছেন।
উড়ু উড়ু মন,
উড়ুক সারাক্ষণ
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
সুদীপ কুমার বলেছেন: উড়ুক মন।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: মনটাকে কন্টোল করতে হবে।