নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে গেলে, জোড়া লাগে?
এই যেমন ওই বাড়িটি-
ভেঙ্গে গিয়েছিল,
একাত্তরে পাকিস্থানী সেনাবাহিনীর শেল এসে পড়েছিল,
সেই ছোট্ট বেলায়,বাবার কোলে চড়ে প্রথম গিয়েছিলাম ওই বাড়িটিতে-
ভাঙ্গা বাড়ি।কি অদ্ভুদ নাম
একাত্তরে কত কিছুই না ভেঙ্গেছিল
ঘর-বাড়ি,রাস্তা-ঘাট
আর ভেঙ্গেছিল হৃদয়-প্রিয়জন হারানোর তীব্র বেদনায়
সম্ভ্রম হারানোর তীব্র বেদনায়।
এখনও নাকে লেগে আছে ওই ভাঙ্গা বাড়ির অজানা গন্ধ
হয়তো কোন বুনো লতার,
ছোট্ট বেলার স্মৃতি আটকে রয় স্মৃতিসিন্ধুকের মধ্যখানে
এখনও আছে ভাঙ্গা বাড়ি-সেই স্থানে?
পৃথিবী এগিয়ে যায়
যেমন এগিয়েছে বাংলাদেশ।
আর সেই ভাঙ্গা বাড়ি
আর পাকবাহিনীর শেল-চলে গিয়েছে বইয়ের পাতায়।
সময় জুড়ে ফেলে সবকিছু-যা কিছু পড়ে তার হাতে
শুধু ভাঙ্গা হাটে কেউ পসরা নিয়ে বসেনা।
০৩/১১/২০১৮
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: "ভাঙ্গা হাটে কেউ পসরা নিয়ে বসে না" - কথাটা সত্য, তাই ভাল লাগলো।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:২৩
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।