নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঠিক সময়েই তোমাকে পেয়েছিলাম
কোন যোগ-বিয়োগ অংক কষে নয়,আচমকাই
তুমি এলে আমার জীবনে”
কঙ্কাবতী হাসে
কমলেশ বলে যায়।
“মনে আছে,যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম
আমি হয়তো নার্ভাস ছিলাম একটু
আর নার্ভাস হবোনা কেন বল
ওমন শান্ত দীঘল নয়ন জোড়ায় হারিয়ে যাচ্ছিলাম যে”।
কমলেশের কথায় হেসে উঠে কঙ্কাবতী
কমলেশ চেয়ে দেখে
কেমন শরীর দুলিয়ে হাসছে,কঙ্কাবতী।
ফাঁকা স্থান জুড়ে ছবি হয়ে উঠে কঙ্কাবতীর শরীর
সময়কে গ্রাস করে নেয় কঙ্কাবতীর সুরেলা হাসি
পৃথিবীর বুক জুড়ে রয় স্বর্গীয় সময়।
কমলেশের বুকে কেমন যেন এক অন্যরকম অনুভূতি হতে থাকে-ভালোবাসার?
০২/১১/২০১৮
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
সুদীপ কুমার বলেছেন: ভালো থাকবেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।