নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ এতো কাছে,তবুও তাকে পাইনা কাছে
মৃত্যুর মত গভীর ফাটল,গিলে ফেলে হৃদয়
শেষ শিউলি ঝরে গিয়েছে বুঝি
শেষ শিশির বিন্দু পরিণত হয়েছে বাষ্পে
পুড়ে ছাই হয়ে গিয়েছে এই হৃদয়।
তারপর শুরু হলো দৌড়
উল্টো মুখে
সময়ের চেয়েও দ্রুত গতির দৌড় বুঝি
সময়কে পিছনে ফেলে কে দৌড় দেবে
তবু দৌড় দেয়
পোড়া হৃদয় তাদের সাথে বুঝি
তাই আবার শিউলি ফোটে
আবার প্রাণ পায় শিশির বিন্দু সবুজ ঘাসের বুকে।
২৯/১০/২০১৮
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিতায় আগুনের ফুল ফুটে
তখন সবায় যায় টুটে।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০
সুদীপ কুমার বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।