নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ উঠোনে বসে আছি
কুমার শানু গাইছে।-নব্বই দশক থেকে ভেসে আসে সুর
আশিকী।
কঙ্গাবতী উড়ে আসে।জুড়ে বসে…….
সব কবুতর শুয়ে আছে রাতের নরম বুকে
একফোঁটা আলো নেই আকাশের কাছে
অট্টালিকার ফাঁক গলে উপচে পড়ে আলো
কঙ্কাবতী উড়ে যায়,শুয়ে পড়ে তার কোলে
“এক এইছা লেড়কি থি জিসে মে পেয়ার করতা থা”…………
০৭/১০/২০১৮
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই জীবন।
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: শেষ লাইনটা না দিলেও চলতো।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯
সুদীপ কুমার বলেছেন: এটি ডেসকর্ট ফর্মের একটি বৈশিষ্ট এবং দুর্বলতাও বটে।
তবে আমি ডেসকর্ট ফর্মের সব বৈশিষ্ট এই লেখায় তুলে ধরতে পারিনি।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০
সনেট কবি বলেছেন: সুন্দর+
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটি ডেসকর্ট ফর্মের একটি বৈশিষ্ট এবং দুর্বলতাও বটে।
তবে আমি ডেসকর্ট ফর্মের সব বৈশিষ্ট এই লেখায় তুলে ধরতে পারিনি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
নষ্টজীবন® বলেছেন: অসম্ভব সুন্দর, ভালো লাগলো