নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন-প্রিয়তমা আমার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫




কিভাবে কেটে গেলো চৌদ্দটি বছর?এইতো সেদিন- ঢাক বাজলো
শঙ্ঙউলুধ্বনি-পান পাতার নীচে অপরিচিত দুটি হাত-বাঁধা পড়লো-চিরকালের তরে
তোমার-আমার বন্ধন,সে তো চিরকালের।

প্রথম দেখার ক্ষণ-কনে দেখা আলোয় তোমায় দেখেছিলাম-তারও আগে
দেখা হয়েছিল কি আমাদের-মেঠো পথে-এক কিশোরী আর এক তরুণের
অথবা তারও আগে-আর কোন জন্মে?
অবশ্য তুমি আমি জাতিস্মর নই-তাই জানবো কেমন করে


তোমার কি বয়স বাড়লো?
অথবা আমার?
শরীরের বয়স বাড়ে-মনের নয়
আমি এখনও সেই তরুণ-মেঠো পথের
তুমি এখনও সেই তরুণী-মেঠো পথের


সময়ের রথ ঘুরে ঘুরে একই স্থানে ফিরে আসে-ভালোবাসা তোমার জন্যে
সবটুকু প্রেম রইলো তোমার জন্যে
একগুচ্ছ গোলাপ ফুল তোমার জন্যে
এই কবিতা-তোমার জন্যে
শুভ জন্মদিন
শুভ জন্মদিন-প্রিয়তমা আমার
ফিরে আসুক এই দিন-ঘড়ির কাঁটার মতন-বারবার।।

২৮/০৯/২০১৮



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবি।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

সাগর শরীফ বলেছেন: সুন্দর !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সাগর শরীফ বলেছেন: সুন্দর !

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

নজসু বলেছেন: অমর হোক দুজনের প্রেমগাঁথা।

শরীরের বয়স বাড়ে, মনের নয়।

অসধারণ বলেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। +।

* আপনি অন্য পোস্টে মন্তব্য করেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.