নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলেই যদি যাও,তবে ফিরে তাকিও না আর।বলোনা বিদায়
শরতের আকাশে মেঘ বালিকা ছুটছে,-ছুটছে
কই বর্ষার পরে বেড়ে উঠা সজীব ঘাসকে বলেনাতো বিদায়,
বারিহারা সাদা মেঘ আর ভুলেও আসেনা কাছে,বলেনা-সজীব ঘাসের দল বিদায়
আবার দেখা হবে প্রেমিকের বেশে-বর্ষার জল হয়ে।
কঙ্কাবতী
তুমিও বলোনা-প্রিয় অমলেশ আমার,বিদায়।
কি লাভ?
দেখো
ওই কাশবন,-কেমন সুন্দর দেখতে।শরত ওদের জন্য
বর্ষা নয়।
আমরা হয়তো জেনে গিয়েছি-ভালোবাসার ঋতু চলে গিয়েছে,কোন এক সময়
আমরা হয়তো খেয়াল করিনি।
আকাশ তো আকাশই
সে সব মেঘকেই ধারণ করে তার বুকে।আমরা কখন দেখি তারে?
মেঘ সরে গেলে।
শোন কঙ্গাবতী,বিদায় বলোনা।
চলো আকাশ হই
চলো ঝুলে থাকি মহাশূণ্যে-নিজেদের মত করে।
২৫/০৯/২০১৮
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা রইলো।।। খুব সুন্দর
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: মানুষ তত বেশি কঠিন, দৃঢ়, সক্ষম, শুদ্ধ, উজ্জ্বল এবং সুন্দর হয় যত বেশি জীবনের আগুনে সে দগ্ধ হয়।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
সনেট কবি বলেছেন: সুন্দর