নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছগুলি ঠায় দাঁড়িয়ে ছিল,সন্ধ্যার নীরবতা মেনে
কঙ্কাবতীর হাত ছিল অমলেশের হাতে
আকাশ নেমে আসে দিগন্তে, পৃথিবীর বুকে চুম্বন রেখা টানবে বলে
অমলেশের ইচ্ছা হয় আকাশ হতে
-তুমি আমার পৃথিবী
কঙ্কাবতী।
ভিসুভিয়াস ঘুমিয়ে আছে
তাকে ঘুমিয়ে থাকতে দাও-
আঁধারের ফিস ফিস কথা ভাসে বৃক্ষের শাখে,-সন্ধ্যার নীরবতা
কঙ্কাবতী ছেড়ে দেয় অমলেশকে,-প্রগাঢ় চুম্বনে সিক্ত করে
এই পৃথিবী বুঝি ভালোবাসে আমাকে-
অমলেশ বলে গাঢ় স্বরে,
কঙ্কাবতী কি দেবে আর উত্তর
তখন সে ব্যস্ত অন্য কোন কাজে।
পর্বত হতে নেমে আসা ঝর্ণা কিভাবে ফেরে
তার উৎস মূলে?-বদলে যায় প্রেমের সংজ্ঞা,যে বদলাতে পারে।
২২/০৯/২০১৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
সুদীপ কুমার বলেছেন: লও,এবার কি হবে আমার?
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
সনেট কবি বলেছেন: বেশ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ অশেষ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২
ভূল পথের গাঙচিল বলেছেন: ভাল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
সুদীপ কুমার বলেছেন: ভুল পথে যাওয়া ভালো নয়।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
নীল আকাশ বলেছেন: আপনার কন্কাবতির কবিতা পড়তে পড়তে আমিও মনে হয় এর প্রেমে পড়ে যাচ্ছি।
কবিতা ভালো হয়েছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
সুদীপ কুমার বলেছেন: প্রেমে পড়া ভালো।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: অাবেশিত কথামালা, পাঠক সহজেই হারিয়ে যেতে পারে । সংঙ্গা সম্ভবতঃ সংজ্ঞা হবে ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
সুদীপ কুমার বলেছেন: বানান ভুল করেছিলাম।ধন্যবাদ ভাই।সংশোধন করেছি।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
আখেনাটেন বলেছেন: পর্বত হতে নেমে আসা ঝর্ণা কিভাবে ফেরে
তার উৎস মূলে?-বদলে যায় প্রেমের সংজ্ঞা,যে বদলাতে পারে। -- এটা যদি একটু ব্যাখ্যা করতেন।
ভালো লেগেছে কবিতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
সুদীপ কুমার বলেছেন: আসলে প্রেমের কবিতায় সব সময় পুরুষকেই সক্রিয় দেখানো হয়েছে।বর্তমানে উল্টো বায়ু বয়।স্মার্ট ফোনের যুগ তো তাই।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: প্রেমে পড়া ভালো।
ছ্যাকা খাওয়া স্বাস্থ্যের জন্য আর ভালো। এতে মন এবং শরীর দুটোই চনমনে থাকে। ডায়াবেটিস কন্ট্রোল এ থাকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
সুদীপ কুমার বলেছেন: আইলেটস অব ল্যাংগারহেন্টসে কিভাবে ছ্যাঁকা দেবেন?
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১
নীল আকাশ বলেছেন: অনন্ত জলিলের কাছে নিয়ে যান, এটা কোন ব্যাপারই না!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
সুদীপ কুমার বলেছেন: তাহলে উনি বোধহয় ডায়বেটোলজিস্ট।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
নীল আকাশ বলেছেন: অনন্ত জলিল, এক জন বাংলাদেশী কিংবদন্তী:-
উনি সব কিছু, ভূমন্ডল আসমান জমীন এর সব কিছু উনি জানেন, বুঝেন এবং আজ পর্যন্ত এমন কোন কাজ নেই যেটা উনি পারেন নি। CIA, FBA, MOSHAD, KGB, MI সবাই উনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে.........
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
সুদীপ কুমার বলেছেন: অনন্ত জলিলরে আমি চিনি।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ছবিটাও সুন্দর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০
শিখা রহমান বলেছেন: "পর্বত হতে নেমে আসা ঝর্ণা কিভাবে ফেরে
তার উৎস মূলে?-বদলে যায় প্রেমের সংজ্ঞা,যে বদলাতে পারে।" --- খুব সুন্দর কথাগুলো!!
কবিতা ভালো লেগেছে। শুভকামনা কবি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
সুদীপ কুমার বলেছেন: শুভ কামনা রইলো।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৮
চাঙ্কু বলেছেন: ফডুডা সুন্দর আছে!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সুদীপ কুমার বলেছেন: বাচ্চার ফডুডা খুব সোন্দর।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
তারেক ফাহিম বলেছেন: ভাবছি কবিতায় আর মন্তব্য করবো না।
আগে পড়ে বুঝার চেষ্টা করব