নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কোন মূহুর্ত থমকে থাকে
পা বাড়াই,আটকে যাই-তোমার দীঘল দুই নয়নে
প্রেমে পড়াটা খুব সহজ।ভেতরের আবেগগুলি এক হয়,আর বিস্ফোরিত হয়।আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি ছড়িয়ে পড়ে চারপাশে।যেমন ধর যেদিন প্রথম বুঝতে পারলাম তোমাকে ভালোবাসি,সেদিনের রাতটি নির্ঘুম কেটেছে আমার।
খুব ছোট্ট কোন বিষয়,যেমন ধর
সন্ধ্যার মায়াবী আলো
কিম্বা নির্জন দুপুর
তুমি ফিরে আসো বারবার
আমার নিকট।
রঙ বদলায়।বারে বারে রঙ বদলায়-ভালোবাসা রঙ বদলায়।এখন প্রেম খুঁজে পাই অন্য কারও ওষ্ঠে।
প্রেম খুঁজে পাই আপনজনের কন্ঠে-ছোঁয়ায়-হাসিতে।
তুমি হয়তো ভুলে গিয়েছো আমাকে।আমার ভালোবাসাকে।হয়তো কেনো-আমি জানি
আর ভুলে গিয়েছো বলেই,আমার স্বপ্নে তুমি আর নেই।অতীত তুমি
তবুও তুমি হয়তো কোন অলস সময় মাঝে
ভাবো কোন কথা-অতীত কথা-আমার কথা
তাই এই রাত
ওই চাঁদ
এই নির্জন শহর
এই পথ
মনে করিয়ে দিচ্ছে-তোমার কথা।
কঙ্কাবতী
তোমার সাথে যেদিন প্রথম দেখা হলো,যেদিন প্রথম ডুবে গিয়েছিলাম
তোমার দুই নয়নে
যেদিন প্রথম কথা বলেছিলাম
আমরা দু’জনে
সব
এই সবই রক্ষিত আছে আমার হৃদয় মাঝে।
একে কি প্রেম বলে?তুমি কি বলবে-আজও জীবিত আমাদের ভালোবাসা।
স্মৃতি আর প্রেম-ভালোবাসা
এক নয়
কঙ্কাবতী,এক নয়
আমরা দু’জনেই এখন ভালোবাসি
ভিন্ন ভিন্ন দু’জনকে।
২১/০৯/২০১৮
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
সুদীপ কুমার বলেছেন: খুব সুন্দর আপনার কবিতা।সতত ভালোলাগা।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৭
ল বলেছেন: বিষাদের ছায়া কবিতায়,
ভাবের কথা আদান প্রদান।
ভালোলাগা রেখে গেলাম
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩
সুদীপ কুমার বলেছেন: কোন বিষাদ জীবনের অংশ হয়ে যায়।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪
সনেট কবি বলেছেন: সুন্দর+
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ কবি।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
Sujon Mahmud বলেছেন: নান্দনিক ভাবনা
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
সুদীপ কুমার বলেছেন: ভালোবাসা রইলো।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
নজসু বলেছেন: আমরা মাঝে মাঝে কারও কারও কাছে এতো অসহায় হয়ে যাই তা আর বলার রাখেনা।
ভালো থাকবেন কবি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
সুদীপ কুমার বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সুদীপ কুমার বলেছেন: রাজীব ভাই আপনার সব মন্তব্যই সুন্দর।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
সায়ন্তন রফিক বলেছেন: সুন্দর!
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
এ.এস বাশার বলেছেন: যেভাবে প্রেম জমে থাকে সময়ের ভাঁজে @ শিরনামেই অসাধারন ভালো লাগা,,,,
ভিতরে ভালোবাসার বিষফোড়ন খুজে পেলাম......
সব মিলিয়ে কঙ্কাবতীর কাহিনী ভাল্লাছে.......
প্রীশু নিয়েন....
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
নীল আকাশ বলেছেন: হয়তো তুমি আছো, আমি আছি,
হয়তো হৃদয় আছে, ভালোবাসা আছে,
খুনসুটি আছে, প্রেম আছে,
তারপরও কি যেন নেই?
ও, আমরা কাছাকাছি নেই।
আপনার প্রেমের কবিতা উত্তরে এখানেই লিখে দিলাম।
আরো ভালো ভালো কবিতা চাই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮
সুদীপ কুমার বলেছেন: চেষ্টায় আছি।ধন্যবাদ।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম সহ , কবিতায় ভালোলাগা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সন্ধ্যার মায়াবী আলো
কিম্বা নির্জন দুপুর
তুমি ফিরে আসো বারবার
আমার নিকট।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নাইবা রইলো, শরত রাতের গানের সুর
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,