নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন তো করা যেতেই পারে,-তোমার জন্যে নিতে পারি ছুটি।
ছুটি অর্থ ছুটি। আর কিছু নয়।শুধু তুমি আর আমি।
চলে যাবো লোকালয় হতে দূরে-বহু দূরে।
ধর,কোন এক নিঝুম দ্বীপে।মাথার উপর রবে খোলা আকাশ।
সন্ধ্যা হলে,যখন শুকতারা থাকবে খুব কাছে
পারে বসে শুনবো দুজন-সমুদ্র গর্জন।
এমন তো করা যেতেই পারে-ইচ্ছা স্বাধীন করবো দুজন প্রগাঢ় চুম্বন।
লোকে ভাববে কি?-থোরাই কেয়ার করি।
এমন তো হতেই পারে,-তোমার জন্যে ভুলতে পারি এই পৃথিবী
ভুলতে পারি আমার আমি
এমন তো হতেই পারে-শুধু আমরা দুজন আর এই পৃথিবী
স্বপ্ন দিয়ে সাজিয়ে নেবো নিজেদের মতন।
১৯/০৯/২০১৮
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। ++
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫
চাঙ্কু বলেছেন: কাব্যডা সুন্দর আছে!
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
সুদীপ কুমার বলেছেন: জবাব নাই।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
স্রাঞ্জি সে বলেছেন:
চমৎকার কাব্য।