নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
রাত নেমেছে,চারপাশে আঁধার-
সত্য,
শিকারে বেড়িয়েছে যারা-তারা আঁধার প্রিয়
২
রাজনীতিতে কোন রুপকথা মিশে থাকেনা
চরম মিথ্যা,
আর তাই যদি না হতো,তবে রাজকারের গাড়িতে পতাকা জুড়ে দিতাম না,-আমরা সকলে।
৩
কতজন মুক্তিযুদ্ধ করেছে?-এই প্রশ্ন যাদের মনে শোভা পায়,-তাদের অবচেতন মনে
পাকিস্থানী দাসত্ব বিরাজ করে।
৪
কে চায় মেঘ জমুক?
কে চায় মার্কিন সাম্রাজ্যবাদের বেঁধে দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা?
নির্বাচন এলে মা্র্কিন যুক্তরাষ্ট্রের পোষা শারমেয়গুলোর ঘেউ ঘেউ ডাক শোনা যায়
কুকুরগুলো বাঁধা থাকে,-এনজিও,শান্তিতে নোবেল কিম্বা সুশীলতার দড়ি দিয়ে।
৫
পিট ভাইপার কিম্বা অন্যান্য সাপের লেজ আমাদের মনোযোগ টেনে রাখে
মরণ কামড় দেওয়ার আগে
৬
যারা মেঘ চায়
যারা গণতন্ত্রের সংজ্ঞা মুখস্থ বলে
তারা সকলেই শিয়াল পন্ডিত
আমরা যারা মা কুমির,তারা সন্তানদের পড়তে পাঠাই
শিয়াল পন্ডিতের পাঠশালায়।
বাচ্চারা একসাথে বলতো-
পাখি সব
করে রব
নির্বাচনকালে।
১৭/০৯/২০১৮
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
সুদীপ কুমার বলেছেন: সহমত।তবে আয়নায় ধুলো থাকলে মুখ ঝাপসা দেখায়।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন সুদীপ কুমার ভাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
সুদীপ কুমার বলেছেন: সতত ভালোলাগা।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪০
কলাবাগান১ বলেছেন: ওদের কাছে গনতন্ত্র মানে হল যখন খুশী গ্রেনেড মেরে বিরোধী দল কে হত্যা করা...গনতন্ত্র হল রাজাকারের গাড়ীতে পতাকা...গনতন্ত্র হল একযোগে ৬৪ জেলায় বোমা হামলা....।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
সুদীপ কুমার বলেছেন: সহমত।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: অল্প কথায়, মানে কবিতায় ছয়টি বিষয় তুলে ধরেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সুদীপ কুমার বলেছেন: দ্বিমত।লেখাটিতে একটি বিষয় তুলে ধরা হয়েছে-বাংলাদেশের রাজনীতি।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬
শাহিন বিন রফিক বলেছেন:
আমাদের সবার উচিত আয়নায় নিজের মুখটি আগে দেখা।